বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ঝুঁকি সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছে বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) সতর্কবার্তা দিয়েছে।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাদুর্ভাবের পর করোনাভাইরাস এখন বিশ্বের অন্তত ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে।
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯২৩ জন। আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ।
ডব্লিউএইচও প্রধান ডা. টেড্রোস আধনম জানিয়েছেন, ‘ভয় ও ভুল তথ্যকে পরাস্ত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ’। আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের সরকারি হিসাবে, দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৩৫ জন। আক্রান্ত ৭৯ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। এর মধ্যে ৪২৩ জনই হুবেই প্রদেশে।
এ ছাড়া, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
ইরানের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৮৮ এবং মারা গেছেন ৩৪ জন।
তবে, দেশটির স্বাস্থ্য বিভাগের সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ২১০ জনের মৃত্যু হয়েছে। যা সরকারি হিসাবের চেয়ে ছয় গুণেরও বেশি। যদিও বিবিসির এ তথ্য অস্বীকার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
[zombify_post]